শাহজালাল শাহেদ, চকরিয়া:
দিবসটিকে জাতীয়করণ করার পর প্রথমবারের মতো “পথ যেন হয় শান্তির’ মৃত্যুর নয়” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়ায় জাতীয়ভাবে পালিত হয়েছে নিরাপদ সড়ক দিবস। রোববার ২২অক্টোবর নিরাপদ সড়ক চাই (নিসচা) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর এক আলোচনায় সভায় মিলিত হয়।

চকরিয়া উপজেলা শাখার সভাপতি সোহেল মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, চকরিয়া সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত র‌্যালিতে অতিথি ছিলেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান, চকরিয়া কোর্ট ইন্সপেক্টর মো. নাজমুল হাসান কামাল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

পরে উপজেলা সভাপতি সোহেল মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম, সাপ্তাহিক অবদানের প্রতিনিধি মাস্টার জুনাইদ উদ্দিন, দিন প্রতিনিনের কক্সবাজার জেলা প্রতিনিধি মুছা ইবনে হোসাইন বিপ্লবসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক সোনার বাংলার কক্সবাজার জেলা প্রতিনিধি শাহরিয়ার মাহমুদ রিয়াদ, সাংবাদিক শাহজালাল শাহেদ, নিসচা উপজেলা শাখার সহ-সভাপতি বেলায়েত হাসান পেয়ারু, সাংগঠনিক সম্পাদক ফারুক রানা, প্রচার সম্পাদক নুরুল আবছার, কার্যকরী সদস্য মনজুর কাদের, হুমায়ুন রশিদ, জমির উদ্দিন, তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, জামাল উদ্দিন বাবলু, পলাশ, প্রবাসী আজম, তারেকুল ইসলাম জীবন (প্রকাশ জীবন বলি), আরিফুল ইসলাম প্রমুখ।