সিবিএন:
সড়ক দুর্ঘটনায় প্রতি বছর প্রচুর লোকের প্রাণহানি ঘটছে দেশে। অনাড়ী চালকদের কারণে পঙ্গু হয়ে যাচ্ছে অনেক নিরীহ পথচারী। সড়ক দুর্ঘটনারোধে সর্বস্তরে সচেতনতা তৈরী করতে হবে। কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
রবিবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।
বক্তারা বলেন, পথচারীদের পথ চলতে সচেতন হতে হবে। চালকদের সচেতন হতে হবে গাড়ি চালানোর সময়। গাড়ীর মালিকদের সচেতন হতে হবে অতিরিক্ত যাত্রী ও মাল পরিবহনে। সবচেয়ে বেশি সচেতন হতে হবে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও ট্রাফিক বিভাগকে। সড়ক আইন বাস্তবায়নের পাশাপাশি নিজেদের বিরুদ্ধে অভিযোগ কমাতে হবে বিআরটিএ ও ট্রাফিক বিভাগকে।
আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ শ্লোগানে র‌্যালী বের করা হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার এই র‌্যালীতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য খোরশেদ আরা হক।
র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
র‌্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহিদুর রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার সভাপতি দৈনিক গনসংযোগ ও পাক্ষিক মেহেদী পত্রিকার প্রধান সম্পাদক মো: জসিম উদ্দিন কিশোর, সিনিয়র সহ-সভাপতি এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন সাকিল, আমিরুল ইসলাম দুলু, কক্সবাজার আরকান সড়ক ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল করিম সাঈদী, কক্সবাজার ট্রাক মালিক গ্রুপের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল, সড়ক নিরাপত্তা কমিটির সদস্য এড. রনজিত দাশ, কক্সবাজার ট্রাফিক ইন্সপেক্টর বিনয় কুমার বড়ুয়া, সাংবাদিক ফরিদুল মোস্তফা খান, বিআরটিএ কক্সবাজার সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, সহকারী পরিদর্শক ইঞ্জিনিয়ার মোঃ জামাল উদ্দিন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম ইদ্রিস, সহ-সাধারণ সম্পাদক ডা: মোহাম্মদ আলমগীর হোসেন, মোটর ড্রাইভিং ইন্সট্রাক্টর নুরুল আমিন, দূর্ঘটনা অনুসন্ধান গবেষনা সম্পাদক এম এ মনজুর, প্রচার সম্পাদক ফজল কাদের নুরী, দপ্তর সম্পাদক মো: ফকির আলমগীর, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী তালেব মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক রাবিয়া সুলতানা রুবি, কার্যকরী পরিষদ সদস্য এস এম ছুরুত আলম, সংবাদকর্মী মোঃ রফিক উদ্দিন লিটন, আনোয়ারুল ইসলাম, রফিকুল হক, মো: মুজিবুল আলম, শওকত ওসমান মোঃ আবদুল্লাহ, জাগির হোসেন, মঞ্জুর আলম, মাওলানা ইদ্রিস আহমদ প্রমূখ।