মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ধারাবাহিক মাদক বিরোধী অভিযানে চোলাই মদ সহ ২ মাদক সম্রাটকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬সেপ্টেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মুহাম্মদ আলমগীর হোসেন এর দিক নিদের্শনায় এসআই অরুণ কুমার বড়ুয়া, রকিবুল হাসান ও ধীমান বড়ুয়া’র নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ২শ লিটার চোলাইমদ নিয়ে এক নারী মাদক সম্রাটসহ ২ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত চোলাইমদের মুল্য ৬০ হাজার টাকা।
আটককৃত ব্যক্তিরা হলেন: নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলী এলাকার মৃত অংকি মোহনের মেয়ে শর্মি বড়ুয়া (৩১) ও একই এলাকার মমপুচিং তংচংগ্যা পুত্র পুমংল তংচংগ্যা (৩৩)। এবিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন বলেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য নাইক্ষ্যংছড়িতে সন্ত্রাসী, মাদকের গডফাদারদের আতংকের নাম ওসি আলমগীর তিনি সফলতার সহিত মাদক বিরোধী অভিযানে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। যার কারনে বান্দরবান জেলায় শ্রেষ্ট ওসি হিসাবে ৭ম বার সম্মাননা অর্জন করেছেন তিনি।