প্রেস বিজ্ঞপ্তি:

“ক্রীড়ায় বিশ^ সম্প্রীতি, বাংলাদেশের অগ্রগতি” প্রতিপাদ্য বিষয়ের আলোকে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন হয়েছে। ৬ এপ্রিল বিকালে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা, প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। আলোকসজ্জ্বা করা হয় স্টেডিয়াম ভবন । বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নেয় ক্রিকেট, হকি, তাইয়াকোনডো, উশু, কারাতে, এ্যাথলেকটিক্স দলের খেলোয়াড়রা অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (পর্যটন ও প্রটোকল) এস এম সরওয়ার কামাল। দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সহ সভাপতি ঠিকাদার জসিম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, যুগ্ন সম্পাদক হারুণ অর রশিদ, ক্রিকেট সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন, কর্মকর্তা রতন দাশ, শাহিনুর হক মার্শাল, আজমল হুদা, নাজিম উদ্দিন, ওমর ফারুক ফরহাদ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুঁইয়া, কক্সবাজার প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক খালেদা জেসমিন, উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ সেলিম।