হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফে নমুনা শস্য কর্তন করা হয়েছে। টেকনাফ সদর ব্লক ছোট হাবিবপাড়ার কৃষক আবু তাহেরের শষ্য ক্ষেতে (ধান) ১ মে আনুষ্টানিকভাবে নমুনা শস্য কর্তন করা হয়। টেকনাফ উপজেলা কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাকারিয়া জাকু, আনোয়ার হোসেন ও উপজেলা পরিসংখ্যান অফিসের জেএসও নুরুল আবছার, কৃষক আবু তাহেরসহ স্থানীয় কৃষক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

কৃষক আবু তাহের বলেন পানি সেচের কোন সু-ব্যবস্থা না থাকা সত্বেও অনেকটা চ্যালেঞ্জ নিয়ে জমির পাশে অগভীর গর্ত করে পানির ব্যবস্থা করে বোরো চাষ করেছিলাম। আল্লাহর রহমতে ব্লাস্ট মুক্ত বোরো চাষে সফল হয়েছি। ফলনও ভালো হয়েছে। মহান আল্লাহর রহমতে উপজেলা কৃষি বিভাগের আন্তরিক সহযোগিতায় আশাতীত ফলনে আমি সন্তষ্ট।

টেকনাফ উপজেলা কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাকারিয়া জাকু জানান কৃষক আবু তাহের টেকনাফ সদরের একমাত্র বোরো চাষী। তাঁকে বোরো চাষে উদ্বুদ্ধ করতে টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনা ধান-১০ এবং ব্রিধান-৪৭ জাতের ধান ও সার বিনা মূল্যে সরবরাহ করা হয়েছিল। তাছাড়া নিয়মিত ক্ষেত পরিদর্শন ও পরামর্শ দেয়া হয়েছে।