সিবিএন:
কক্সবাজার জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু (৫০)সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পৃথক অভিযানে তাদের গ্রেফতারের বিষয়টি সিবিএনকে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান।
তিনি সিবিএনকে জানান, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের সংশ্লিষ্টরা ছাত্রজনতার আন্দোলনের বিরুদ্ধে সশস্ত্র অবস্থানে ছিল। ইতোমধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে সরকার।
এরপর অভিযান শুরু করে পুলিশ। ইতোমধ্যে শ্রমিক লীগের সভাপতিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের একজন শফিকুল ইসলাম কালু জেলা শ্রমিকলীগের সভাপতি। তিনি পশ্চিম বাহারছড়ার বাসিন্দা মৃত মনির আহমদের ছেলে।
অপরজন আবু সুফিয়ান নয়ন সদরের ঝিলংজা ১ নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছেন ওসি।
স্বৈরাচারের দোসর শ্রমিক লীগের নেতাসহ গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি ফয়জুল আজিম নোমান।
