উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় সম্প্রতি উদ্বোধন হলো আধুনিক বিশেষায়িত উখিয়া স্পেশালাইজড হাসপাতাল। ২০২২ সালের জুলাই মাসে গণস্বাস্থ্য কেন্দ্রের তত্ত্বাবধানে শুরু হওয়া হাসপাতালটি, সম্প্রতি ফ্রেন্ডশিপের ব্যবস্থাপনায় আরো উন্নত হয়ে স্বাস্থ্য সেবা প্রদান করছে।

স্থানীয় ও রোহিঙ্গা জনগণের জন্য হাসপাতালটি বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করছে, যেখানে অভিজ্ঞ ডাক্তার ও তরুণ স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউ এন এইচ সি আর এর অর্থায়নে নির্মিত এই হাসপাতালের উদ্বোধন করেন জাপানের রাষ্ট্রদূত, এবং উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় চোখের ছানি অপারেশন ক্যাম্প।

হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে মাতৃস্বাস্থ্য, দন্তরোগ, চক্ষুরোগ, ফিজিওথেরাপি ও ল্যাবরেটরি টেস্টসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। জরুরি বিভাগে ২৪ ঘণ্টা বিনামূল্যে চিকিৎসা সেবা মিলছে। স্থানীয় জনগণের মধ্যে হাসপাতালের সেবা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং এই উদ্যোগের চলমান থাকার আশা প্রকাশ করা হয়েছে।

ফ্রেন্ডশিপের স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডাক্তার রাফি আবুল হাসনাত সিদ্দিক জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হলো উখিয়া টেকনাফ এলাকার সকল জনগণের জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।