প্রেস বিজ্ঞপ্তি:
মহান মে দিবস উপলক্ষে উখিয়ার কুতুপালং ডাম্প-ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কুতুপালং বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কুতুপালং ডাম্প-ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের দিবস। তাই দিবস উদযাপনের মধ্যে সীমাবদ্ধ না থেকে শ্রমিকদের আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক মোঃ হোসেন সিকদার,, সহ-সভাপতি শহর মুল্লুক অর্থ সম্পাদক মংচানু বড়ুয়া, লোকমান হাকিম, কামাল উদ্দিন প্রমূখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।