সিবিএন : কক্সবাজারের প্রথম ও ঐতিহ্যবাহী ছাত্রীনিবাস চৌধুরী গার্লস হোস্টেলে পরীক্ষা শেষে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল ৩০ এপ্রিল হোস্টেল পরিচালক অধ্যাপক শিরিন নুর চৌধুরীর সভাপতিত্বে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন হোস্টেল পরিচালক ও জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল হোস্টেল পরিচালক অধ্যাপক আকতার চৌধুরী, হোস্টেল সুপার উম্মে হাবিবা (১ম শাখা) , হোস্টেল সুপার জোৎস্না আকতার (২য় শাখা), মেট্রন মাহফুজা আকতার , ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নুসরাত পাইরিন ও তসলিমা সুলতানা আখি ।
একই অনুষ্ঠানে হোস্টেল পরিচালক আশরাফ জাহান কাজল কক্সবাজার জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ‘সম্মাননা স্মারক’ দিয়ে সংবর্ধিত করা হয় ।
বক্তারা বলেন , চৌধুরী গার্লস হোস্টেল পরিবারের বাইরে একটা বৃহৎ পরিবার । এখানে যেমন ছাত্রীদের লেখাপড়ার সুন্দর পরিবেশ ও নিরাপত্তা প্রদান করা হয় তেমনি পারিবারিক শিক্ষাও প্রদান করা হয় । যা ভবিষ্যতে তারা কাজে লাগাতে পারবে। চৌধুরী গার্লস হোস্টেল একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। তাই কম খরচে শহরে থাকা খাওয়ারমত ব্যবস্থা করে থাকে।
ছাত্রীরা তাদের বক্তব্যে হোস্টেলের মধূর স্মৃতিচারণ করেন এবং শহরে তাদের অন্যতম আশ্রয়স্থল বলে মনে করেন । হোস্টেলকে তাদের ঘরের বাইরে বাবামার স্নেহমাখা ঘর হিসেবে আজীবন মনে রাখবেন বলে জানান।
বিদায়ী ছাত্রীদের হোস্টেলের পক্ষ থেকে ‘স্মৃতি স্মারক’ ও ফুল উপহার দেয়া হয় । ছাত্রীরা ও হোস্টেলকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন । পরে উন্নত খাবার পরিবেশন করা হয় ।