এম.জুবাইদ .পেকুয়া :

পেকুয়া উপজেলা রাজাখালী ইউপির চেয়ারম্যান আ’লীগ নেতা ছৈয়দ নুরসহ ৬ জনকে আটক করছে র‌্যাব-৭। পরে ৪জনকেছেড়ে দেয় । রাজাখালী ইউপির দফাদার ফরিদের মাধ্যমে জানাযায় আজ ৩০ এপ্রিল সন্ধ্যা ৬ টায় কক্সবাজার থেকে আসার পথে চকরিয়া নতুন রাস্তার মাথায় চেয়ারম্যানসহ তাদেরকে আটক করে। সে আরো জানায়, কি কারণে আটক করছে তা আমি জানি না। তবে র‌্যাব সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত রাজাখালীর বিভিন্ন জায়গায় অভিযান চালায়। স্থানীয়রা জানান ছৈয়দনুরসহ ৬ জন কে আটক করার পর তাদেরকে নিয়ে রাজাখালী চেয়ারম্যানের নিজ বাড়ীতে চলে আসে। পরে ঘরের লোকজনকে বাহির করে দিয়ে ঘরের ভিতরে তল্লাসী চালায়। অভিযানে নেতৃত্বেদেন র‌্যাবের সিনিয়র এ এসপি মিফতানুর এবং কর্মকর্তা সাহিদা সোলতানা ও আমিনউল্লাহ। এদিকে অনেকক্ষণ রাজাখালী এলাকায় ষাড়াশি অভিযান চালায়। এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে কোন ধরণের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আটককৃত দের মধ্যে মিয়াপাড়া এলাকার পুতুন্যা প্রকাশ ডাকাত পুতুন্যা, বদ্দরউদ্দিন পাড়ার আবু ছালেক বাকীদের নাম জানা যায়নি। এ রিপোর্ট রাত সাড়ে ১০ টা লেখা পর্যন্ত র‌্যাবের হাতে আটক রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ৪জনকে ছেড়ে দেয়া হয়েছে । তবে ছৈয়দ নুর চেয়ারম্যানসহ আরো একজন আটক আছেন।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি জহিরুল ইসলাম খানের সাথে যোগাযোগা করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং অন্যান্য সংবাদকর্মীদের কাছ থেকে তথ্য নিতে বলেন।