সিবিএন ডেস্ক

ব্রাম্মণবাড়িয়ায় ছাত্র-জনতার মিছিলে হামলা মামলার আসামি আড়াইসিধা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আবু সায়েম মিঠু মোল্লা’কে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন।

গ্রেপ্তার মো. আবু সায়েম মিঠু মোল্লা (৫৬) ব্রাম্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের আবু মোল্লার ছেলে। তিনি একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক।

পুলিশ জানিয়েছে, গত ২০২৪ সালের ৪ আগস্ট সকালে আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় ছাত্র-জনতার মিছিলে আবু সায়েম মিঠু মোল্লার নেতৃত্বে একদল সশস্ত্র দূর্বৃত্ত নির্বিচারে গুলি চালায়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারি গুলিবিদ্ধ সহ নানাভাবে আহত হয়। পরে ওই ঘটনায় ২০ আগস্ট হাসান মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তার আবু সায়েম মিঠু মোল্লা ওই মামলার এজাহারঙূক্ত আসামি।

মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোন এলাকায় ব্রাম্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় দায়ের মামলার এক আসামি অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল পর্যটন জোনে সড়কে ঘুরাঘুরির সময় দেখতে পেয়ে ঘিরে ফেলে। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই আসামি কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে পুলিশ তাকে ধৃত করতে সক্ষম হয়।

ওসি জানান, শুক্রবার রাতে আসামি ইউপি চেয়ারম্যান আবু সায়েম মিঠু মোল্লাকে গ্রেপ্তারের পর আশুগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পরে শনিবার বিকালে আসামিকে আশুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।