সিবিএন ডেস্ক
জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দলের জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।
এদিকে, একই আসনে প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা প্রকাশ করে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ (চাকসু মামুন)। তিনি সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি এবং দীর্ঘদিন ধরে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন।
বিএনপির মঙ্গলবারের সিদ্ধান্তে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নেতাকর্মীরা হতাশ হয়েছেন। দীর্ঘ ৩০ বছরে এ আসনে কোনো বিএনপি নেতা মনোনয়ন পাননি। ২০১৮ সালের নির্বাচনে দলীয় নির্দেশে বিএনপির নেতা মামুনুর রশীদ মওলানা ওবায়দুল্লাহ ফারুকের পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার দীর্ঘদিনের সেই ক্ষত ঘোঁচানোর জন্য বিএনপি নেতারা যথেষ্ট তৎপর ছিলেন। সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ।
দলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন কি না জানালেন বিএনপি
ব্যায়াম করতে গিয়ে ছিনতাইকারীদের কবলে হাশেমিয়া মাদ্রাসার ছাত্র
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামুনুর রশিদ (চাকসু মামুন) বলেন, ‘আমি নির্বাচন করবো এটা চূড়ান্ত। মনোনয়ন ফরম কিনেছি, আজ জমাও দেবো। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই। আমি দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই।’
