নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায় সঙ্ঘবদ্ধ ছিনতাইকারীচক্রের কবলে পড়েছেন ইমাম হোসেন নামক এক শিক্ষার্থী। তাকে মারধর করে ছিনিয়ে নিয়েছে পকেটে থাকা টাকা ও ব্যবহারের মোবাইল।

২৩ ডিসেম্বর ভোরে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে।

ছিনতাইয়ের শিকার ইমাম হোসেন কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসাট ফাজিল (ডিগ্রি) ২য় বর্ষের ছাত্র।

জমিয়তের সাথে আসন সমঝোতা: ভোটের মাঠ ছাড়ছেন না বিএনপি নেতা মামুন

দলের সিদ্ধান্তের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন কি না জানালেন বিএনপি

ভিকটিম জানিয়েছেন, ফজরের নামাজের পর তিনি শরীর চর্চার উদ্দেশ্যে বের হয়েছিল। বাজার ঘাটা থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য টমটমে উঠেন। একই টমটমে আরও তিনজন অচেনা যুবক ওঠে। তারা টমটমটি বার্মিজ মার্কেটস্থ কক্সবাজার মাইক সার্ভিস এর পাশের ম্যালেরিয়া সড়কে নিয়ে যায়। এরপর ব্যাপক মারধর করে মোবাইল ও পকেটে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়।

পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, ছিনতাইকারীসহ সব ধরনের অপরাধী ধরতে পুলিশ নিরলস কাজ করছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।