সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের পর্যটন অঙ্গনের অন্যতম সংগঠন ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ নভেম্বর) শহরের হোটেল হিল টাওয়ারের হল রুমে অনুষ্ঠিত সভায় সংগঠনের আসন্ন নির্বাচনের প্রস্তুতি হিসেবে ৩ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটিগঠন করা হয়।
টুয়াকের সাবেক সহসভাপতি ও প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক, মিজানুর রহমান মিল্কীর সভাপতিত্বে উক্ত সভায় সাধারণ সদস্য আবুল কাশেম, হাফিজুল করিম হাসান, হুমায়ুন কবির আজাদ ও স্বপন শর্মানির্বাচন পরিচালনার দায়িত্বে আজমল হুদা, মো. আনোয়ার হোসেন ও হুমায়ুন ইসলাম সুমন—এই তিনজনের নাম প্রস্তাব করেন। পরে উপস্থিত সদস্য এবং ভার্চুয়ালি যুক্ত সদস্যরা সর্বসম্মতভাবে এই কমিটিকে অনুমোদন দেন।
সভায় স্বশরীরে উপস্থিত ও অনলাইনে যুক্ত ছিলেন—মিজানুর রহমান মিল্কী, আনোয়ার হোসাইন, কফিল উদ্দিন, আলী রাজ, নুরুল হাসান, আবুল কাশেম, মমতাজ মিয়া, হাবিব উল্লাহ, তৈয়ব উল্লাহ, রফিক উদ্দিন, ইসরাতুর রহমান, আহাদ আল মাহমুদ, হুমায়ুন ইসলাম, মুহাম্মদ আরকান, রুহুল আমিন, হাফিজুল করিম, হুমায়ুন কবির, আজমল হুদা, এস.এম. বাবর, সজিব পাল, স্বপন শর্মা, হাসান মাহমুদ, কাদের খান, এরশাদ উল্লাহ, আরিফুর রহমান, নুর মোহাম্মদ মনির, ফারুক, কাজল মহাজন, হারুন, মিজানুর রহমান, রুপন, নাছির, ওবাইদুল, আনোয়ার হোসাইন, ইমাদ, সুমন, সাহাদাত, সিদ্দিকুর রহমান, মোস্তফা জামান, ফারুকসহ আরও অনেকে।
সভায় বক্তারা টুয়াকের সার্বিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, আধুনিক ও গতিশীল করার আহ্বান জানান। তারা বলেন, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঐক্যের পথে এগিয়ে নেবে। বিশেষ করে প্রতিষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটি আগামী নির্বাচনের মাধ্যমে সংগঠনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা ব্যক্ত করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণার পর সাধারণ সদস্যরা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন** এবং করতালি ও অভিনন্দনের মাধ্যমে কমিটিকে স্বাগত জানান। অনেক সদস্যই আশা ব্যক্ত করেন যে এই কমিটি সুষ্ঠু, নিরপেক্ষ ও সফল নির্বাচন উপহার দেবে, যা টুয়াককে সামনে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করবে।
সভা শেষে সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মিজানুর রহমান মিল্কী ভবিষ্যতেও টুয়াকের ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
