সিবিএন ডেস্ক

প্রধান উপদেষ্টার ঘোষণায় একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সিদ্ধান্তকে জনগণের অভিপ্রায় উপেক্ষা বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা বারবার অনুরোধ করেছি, যুক্তি দিয়েছি—গণভোট আর সংসদের ভোট একই দিনে না দিতে। কিন্তু সেই আহ্বান উপেক্ষা করা হয়েছে।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, “জাতীয় নির্বাচনের ইতিহাসে প্রতিবারই কিছু কেন্দ্রে সমস্যা হয়, কোথাও ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। তাহলে সেই দিন প্রতীকের ভোট বন্ধ হলে গণভোটের কী হবে?”

আরও পড়ুন

সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের কলেজ আঙ্গিনা পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন

তিনি আরও বলেন, “এই সিদ্ধান্তে সাড়ে ১২ কোটি ভোটার বিচলিত হবেন। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট করার অনুরোধ করেছিলাম আমরা আট দল। কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে এই সংকটের সমাধান মেলেনি।”

তিনি জানান, আজ সন্ধ্যার পর জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার সব সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। পাশাপাশি সমমনা আট দলের বাকি দলগুলোও নিজ নিজভাবে মূল্যায়ন শেষে যৌথ প্রতিক্রিয়া জানাবে।

 

কক্সবাজারের আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।