নিজস্ব প্রতিবেদক:
“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকেই”— এই স্লোগানকে ধারণ করে কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে বুধবার (১২ নভেম্বর) দিনব্যাপী কলেজ আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ হিসেবে স্বীকৃত কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের এই উদ্যোগে অংশগ্রহণ করে রোভার ও গার্লস ইন রোভারের প্রায় ৫৫ জন সদস্য।

প্রভাষক ও আরএসএল জাহাঙ্গীর আলমের পরিচালনায় অভিযানের উদ্বোধন করেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ও রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি এস এম আকতার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ আরো উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জুলফিকার আলী, সহকারী অধ্যাপক ও আরএসএল তাহসিন নাঈমা তাজিন, থিয়েটার স্টাডিজ বিভাগের প্রভাষক ও আরএসএল ইমরান হোসেন, এবং বায়োকেমিস্ট্রি বিভাগের প্রভাষক ও আরএসএল শহীদুল আলম।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর এস এম আকতার উদ্দিন চৌধুরী বলেন,
“পরিচ্ছন্নতা শুধু একটি অভ্যাস নয়, এটি দায়িত্ব ও নৈতিকতার পরিচায়ক। নিজেদের শিক্ষাঙ্গন পরিষ্কার রাখার মাধ্যমে আমরা দায়িত্ববান নাগরিক হওয়ার অনুশীলন করি।”
অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ বলেন,
“রোভার স্কাউটরা শুধু নেতৃত্ব নয়, সামাজিক দায়িত্ববোধেও অগ্রণী ভূমিকা রাখছে। পরিচ্ছন্নতা অভিযান তারই এক অনন্য দৃষ্টান্ত।”
সহযোগী অধ্যাপক জুলফিকার আলী বলেন,
“পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষা ও নৈতিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
আরএসএল ও প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন,
“রোভাররা সবসময় সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে। আজকের এই অভিযান তাদের দায়িত্ববোধ ও ঐক্যের বহিঃপ্রকাশ।”
দিনব্যাপী এই অভিযানে কলেজ আঙ্গিনা, বাগান, শ্রেণিকক্ষের আশপাশ ও ড্রেনসমূহ পরিস্কার করে শিক্ষার্থীরা। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যরা সমাজে সচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেয়।
