সিবিএন ডেস্ক

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার হতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, “ঢাকা থেকে নির্বাচন করবো—এটা মোটামুটি নিশ্চিত। ভোট যেন অপচয় না হয়, সেই বিবেচনায় ভোটার হিসেবে এখানেই নিবন্ধন করেছি।”

কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এমন প্রশ্নে তিনি জানান, “চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নিশ্চিত, ঢাকা থেকেই নির্বাচনে অংশ নেবো।”

১৮ নভেম্বর প্রকাশ হবে প্রবাসী ভোটার অ্যাপ ও চূড়ান্ত ভোটার তালিকা

চকরিয়ার খুটাখালী ৩ নংওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সন্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, “এখন পর্যন্ত কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখবে—এটা আমার দেখার বিষয় নয়। ব্যক্তিগতভাবেই এককভাবে নির্বাচন করবো।”

পদত্যাগের বিষয়ে উপদেষ্টা বলেন, “কবে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবো, তা পরে জানানো হবে।”

জুলাই সনদ ইস্যুতে তিনি আরও বলেন, “সনদ নিয়ে এখনই কিছু বলা যাবে না। তবে সরকার বিচার, সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর নিয়ে সমানভাবে কাজ করছে। বিচার প্রক্রিয়ায় এ মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।”