প্রেস বিজ্ঞপ্তি:

৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, সন্ধ্যা ৬টায় কক্সবাজার শহরের কক্স কিচেন রেস্তোরাঁয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া শিশু কিশোর মেলা, কক্সবাজার জেলা-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জিয়া শিশু কিশোর মেলা, কক্সবাজার জেলার আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. শহীদুল্লাহ।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন,

> “৭ নভেম্বর জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। এ দিনে সৈনিক-জনতা মিলে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতার চেতনা ও জাতীয় ঐক্যের নতুন দিগন্ত সূচিত হয়। তরুণ প্রজন্মকে সেই চেতনা ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”

সদস্য সচিব শহীদুল্লাহ বলেন,

> “৭ নভেম্বরের ইতিহাস তরুণদের অনুপ্রেরণার উৎস। শহীদ জিয়া যে জাতীয় ঐক্যের বীজ বপন করেছিলেন, আজও সেটি বাংলাদেশের গণতন্ত্র রক্ষার মূল ভিত্তি হিসেবে প্রাসঙ্গিক।”

যুগ্ম আহ্বায়ক ইমরানুল হাসান আরাফাত তাঁর বক্তব্যে বলেন,

> “৭ নভেম্বর শুধু একটি দিবস নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তরুণ সমাজকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”

এছাড়া বক্তব্য রাখেন—
জিয়া শিশু কিশোর মেলা, কক্সবাজার জেলার যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ ও বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা।

সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্ম ও আদর্শের উপর আলোকপাত করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কক্সবাজার জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।