পেকুয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে

প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫ ০৯:৪২ , আপডেট: ৩১ অক্টোবর, ২০২৫ ০৯:৪৫

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


স্টাফ রিপোর্টার, পেকুয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী কবির আহমদ চৌধুরী বাজারে সমবেত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনীস্থ বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, সদস্য সচিব মাহমুদ ওয়াহিদ জামান, যুগ্ম আহ্বায়কবৃন্দসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতারা।

শোভাযাত্রা শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসানুল হক জিসান।

সমাবেশে প্রধান অতিথি এম. বাহাদুর শাহ বলেন,
“নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র বা তালবাহনা শুরু হলে তওহিদি জনতা তা প্রতিহত করবে। আগামী ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে নির্বাচন না হলে নতুন করে গণআন্দোলন শুরু হবে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন বলেন, “গুপ্তচক্র বারবার নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে মনে রাখবেন, আগামীর বাংলাদেশ হবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদের নেতৃত্বের বাংলাদেশ। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে ধানের শীষের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাপনী বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন, “যারা ১৭ বছর আওয়ামী লীগের বুকে ঘুমিয়েছে, তারা এখন নিজেদের কৃতিত্ব দাবি করছে—এটি লজ্জাজনক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও ধানের শীষের বিজয়ের জন্য যুবদল নিজেদের জীবন উৎসর্গ করবে।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদ ওয়াহিদ জামান।