সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম:

বান্দরবানের আলীকদম উপজেলায় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে আলীকদম সদর ইউনিয়নের উত্তর পালংপাড়াস্থ মহিউছুন্নাহ্ দারুল কোরআন হাফেজিয়া এতিমখানা ও নূরানী মাদ্রাসায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জাতির অগ্রগতি, পত্রিকার সাফল্য ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, এবং সঞ্চালনা করেন দৈনিক কালবেলা পত্রিকার আলীকদম প্রতিনিধি সুজন চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।
বিশেষ অতিথি ছিলেন আলীকদম সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলার সমাচার পত্রিকার সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, আলীকদম রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, প্রেসক্লাব সদস্য ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি শাহ আলম, গিরিদর্পণ প্রতিনিধি মো. নুর খান, এবং দেশ প্রতিদিন প্রতিনিধি মাহফুজুর রহমান মোরশেদ প্রমুখ।

প্রধান অতিথি সাইফুল ইসলাম রিমন বলেন, “স্বল্প সময়ের মধ্যেই কালবেলা পাঠকের আস্থা অর্জন করেছে। নিরপেক্ষ সংবাদ প্রকাশ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এটি একটি জাতীয় দৈনিকে পরিণত হয়েছে। গ্রামীণ সাংবাদিকদের নিষ্ঠা ও দায়িত্ববোধ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে বড় ভূমিকা রাখছে।”

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি আলীকদম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।