নিজস্ব প্রতিবেদক :
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিকদলের ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) রামু উপজেলা শ্রমিকদলের সভাপতি জাহেদুল আলম ও সাধারণ সম্পাদক হেফাজ উদ্দিন মেম্বার কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন নুরুল আমিন নুরুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্বাস উদ্দিন।
অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি নজির আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম, সহ-সভাপতি আজিজুর রহমান, ওসমান গণি ও কামাল হোসেন, যুগ্ম সম্পাদক অলি উল্লাহ বাহাদুর ও মো. কাছিম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক দিদার মিয়া, মো. ইসলাম ও সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শহিদ উল্লাহ, প্রচার সম্পাদক আবদুল মান্নান এবং সদস্য হিসেবে এনামুল হক, মো. রিদুয়ান, মো. তৈয়ব উল্লাহ ও আলী মদন।
রামু উপজেলা শ্রমিকদলের সভাপতি জাহেদুল আলম ও সাধারণ সম্পাদক হেফাজ উদ্দিন মেম্বার জানান, নতুন এই কমিটি কাউয়ারখোপ ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিকদলের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে।
