সিবিএন ডেস্ক
বাংলাদেশ নারী ক্রিকেট দল দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের মাধ্যমে নিউজিল্যান্ডকে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানে সীমিত করতে সক্ষম হয়েছে। টাইগার বোলাররা বিশেষ করে স্পিনারদের মাধ্যমে কিউই ব্যাটারদের চাপের মধ্যে রেখেও শেষ পর্যন্ত শক্তিশালী প্রতিপক্ষের ইনিংস কাবু করতে সক্ষম হয়।
নিউজিল্যান্ডের ইনিংস শুরু হয় ওপেনিং জুটির মাধ্যমে, যারা মারুফা আক্তারের নতুন বল সামলাতে সক্ষম হন। তবে ৩৫ রানের মাথায় রাবেয়া খান প্রথম আঘাত হানেন, জর্জিয়া প্লিমারকে আউট করে। একই ওভারে রান আউট হয়ে সাজঘরে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান সুজি বেটস, যিনি ৩৩ বলে ২৯ রান করেছিলেন।
এরপর দলের হাল ধরেন অধিনায়ক সোফি ডেভিন এবং ব্রুক হালিডে, যারা চমৎকার ব্যাটিং প্রদর্শন করেন। ডেভিন ৮৫ বলে ৬৩ রান করেন এবং নিশিতা আক্তার নিশির শিকার হন। ব্রুক ১০৪ বলে ৬৯ রান করে ফাহিমা খাতুনের বলে আউট হন। শেষ দিকে লিয়া তাহুহু ৪ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান সবচেয়ে উজ্জ্বল পারফর্ম করেছেন। ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচ করে তিনটি উইকেট শিকার করেন তিনি। এছাড়া ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার প্রত্যেকে একটি করে উইকেট নেন।
টাইগার নারীরা শক্তিশালী বোলিং এবং দক্ষ স্পিন আক্রমণের মাধ্যমে নিউজিল্যান্ডকে চাপে রেখেছেন, যা পরবর্তী ইনিংসে জয় অর্জনের জন্য আশা জাগাচ্ছে।
