সিবিএন ডেস্ক:
খাগড়াছড়ির রামগড় উপজেলার পূর্ব বাগানটিলা এলাকায় মা ও মেয়েকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন—আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রাহেনা বেগম (৪২)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে তাদের বাড়ির গরু ও হাঁস-মুরগি বাইরে বের না হওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। সকাল সাড়ে ৯টার দিকে ঘরে গিয়ে তারা মা-মেয়ের নিথর দেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার (২০ আগস্ট) রাতে হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার সময় বাড়িতে কেবল মা ও মেয়ে ছিলেন।
স্থানীয়রা জানান, বৃদ্ধা আমেনার দুই মেয়ে ও পাঁচ ছেলে রয়েছে। তাদের সঙ্গে জমিজমা লিখে দেওয়া নিয়ে পারিবারিক বিরোধ ছিল।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, “কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সিআইডিকে তদন্তে যুক্ত করা হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানায়, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
