সিবিএন ডেস্ক;

প্রফেসর মুহাম্মদ ইউনূস কক্সবাজারে অনুষ্ঠেয় রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। আগামী ২৪ আগস্ট শুরু হওয়া এই সম্মেলনে তিনি ২৫ আগস্ট কক্সবাজারে পৌঁছাবেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, ২৪, ২৫ ও ২৬ আগস্ট কক্সবাজারে আয়োজিত এই সম্মেলনটি রোহিঙ্গা সংকটকে আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার একটি উদ্যোগ। এতে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক ও জাতিসংঘের সংস্থা অংশ নেবেন।

এটি তিনটি পরিকল্পিত আন্তর্জাতিক সম্মেলনের মধ্যে প্রথম। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে, যেখানে প্রায় ১৭০টি দেশের অংশগ্রহণ প্রত্যাশিত। এরপর তৃতীয় সম্মেলনটি হবে কাতারের দোহাতে।

প্রেস সচিব বলেন, “রোহিঙ্গাদের মানবিক সংকট আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। কক্সবাজারের সম্মেলনে রোহিঙ্গারা সরাসরি আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।”

সম্মেলনের শেষ দিন ২৬ আগস্ট।