এম. মনছুর আলম, চকরিয়া:
ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় সংগ্রামের ধারক-বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (২০ আগস্ট) বিকেলে চকরিয়া থানা সড়কের মাথায় সিস্টেম কমপ্লেক্সের সামনে থেকে বিশাল এ র্যালি বের হয়। র্যালিটি চকরিয়া পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কামরুল হাসান জাস্টিসের সভাপতিত্বে এবং সদস্যসচিব নুরুল আবছার রিয়াদের সঞ্চালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম. আবদুর রহিম, উপজেলা বিএনপির সদস্যসচিব এম. মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম ও জরিফ আলী।
এছাড়াও বক্তব্য রাখেন চকরিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্যসচিব সাজ্জাদুল ইসলাম সুমনসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতৃবৃন্দ।
র্যালি শুরুর আগে ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সিস্টেম কমপ্লেক্সের সামনে সমবেত হন। সেখান থেকে শুরু হয় বিশাল র্যালি।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে ঘিরে এখনো গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু রাজনৈতিক দল আগামী নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের মানুষ ব্যালটের মাধ্যমে এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।
বক্তারা বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে এবং আগামী আন্দোলন-সংগ্রামে প্রস্তুত থাকার।
