সিবিএন ডেস্ক;
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোহিঙ্গাদের পাসপোর্ট করে দেওয়ার দালাল চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে। লাখ টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলা ভাষা শিখিয়ে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও বিদ্যুৎ বিলের জাল কপি তৈরি করে পাসপোর্টের জন্য আবেদন করাচ্ছে তারা।
সোমবার দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকায় অবস্থিত জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে এসে আনাছ (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। এ ঘটনায় অফিস সহকারী আল মামুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই দুর্ধর্ষ দালাল চক্র নারায়ণগঞ্জে সক্রিয়। তারা রোহিঙ্গাদের বাসা ভাড়া নিয়ে রাখে, দীর্ঘসময় ধরে ভাষা শেখায়, এরপর ভুয়া কাগজপত্র তৈরি করে সুযোগ বুঝে পাসপোর্টের জন্য আবেদন করে।
পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, বায়োমেট্রিক পরীক্ষায় ইতোমধ্যে কয়েকজন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেও দালালদের নাম প্রকাশ পাচ্ছে না।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত তিন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দালালরা একে একে রোহিঙ্গাদের পাঠাচ্ছে। তদন্তের মাধ্যমে চক্রটির আসল সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
