আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে একটি এসএলআর অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। শনিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর আড়াইটার দিকে ঘুমধুম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১০০ গজ পূর্বে শূন্য রেখার একটি খালে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় পানির নিচে অস্ত্র ও গুলি দেখতে পান। খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে এসএলআর ও ম্যাগাজিনসহ ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও অস্ত্র উদ্ধারের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন,
“আমরা সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক আছি। অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলমান থাকবে।”
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্ধার অভিযান শুধু জনমনে স্বস্তি আনে না, বরং অপরাধীদের জন্য কঠোর বার্তা হিসেবেও কাজ করে।
