আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র বর্ষীয়ান নেতা, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য উফোছা বাবু (উফোছা মার্মা) আর নেই। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক মাস আগে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ধর্মীয় রীতি অনুযায়ী শনিবার (১৬ আগস্ট) দুপুর ১টায় নাইক্ষ্যংছড়ির তুলাতলি সসানে বৌদ্ধ ধর্মীয় আচার অনুসারে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এসময় ভিক্ষুদের প্রার্থনা, ধূপ জ্বালানো ও বিশেষ মন্ত্রপাঠের মধ্য দিয়ে তাকে শেষ বিদায় জানানো হয়।

অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ বাবু সাচিং প্রু জেরী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ জাহাঙ্গীর আলম, আহ্বায়ক কমিটির সদস্য সা শৈ প্রু ও নুমং মার্মা, সাবেক মেয়র আমির হোসেন আমু, বীর মুক্তিযোদ্ধা মংশৈ হ্লা, মংশৈ, শ্যামল বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি দৌলত কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন বাহাদুর প্রমুখ।

শোক প্রকাশ করে জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী বলেন—
“উফোছা বাবু বিএনপি’র রাজনীতিতে দৃঢ়চেতা ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি’র সাংগঠনিক ভিত্তি গঠনে তার অবদান অপরিসীম। তিনি শুধু নেতা নন, সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথীও ছিলেন। তার শূন্যতা সহজে পূরণ হবে না।”

রাজনৈতিক সহকর্মীরাও জানান, উফোছা বাবু প্রতিদ্বন্দ্বীদের প্রতিও সম্মান দেখাতেন। মতভেদ থাকলেও সম্পর্ক বজায় রাখতেন। সাবেক জেলা পরিষদ সদস্য হিসেবে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তার মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি ও বান্দরবানের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোকবার্তা পাঠান। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ তার ছবি পোস্ট করে শ্রদ্ধা জানান।

অন্ত্যেষ্টিক্রিয়া শেষে এম এ কালাম ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাচিং প্রু জেরী। তিনি বলেন, “বিএনপি’র আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সকলের দায়িত্ব রয়েছে।”

সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।