আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইনের বিস্ফোরণে একটি বন্য হাতি গুরুতর আহত হয়েছে। হাতিটির ডান পায়ের গোড়ালির বড় একটি অংশ উড়ে গেছে, যা দেখে স্থানীয়রা বিস্মিত। ধারণা করা হচ্ছে, রাখাইন বিদ্রোহীদের পেতে রাখা মাইনেই এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে হাতিটি উপজেলার চাকঢালার চেরারমাঠ এলাকার ঐট্টাইল্যাঝিরিতে অবস্থান করছে।

নাইক্ষ্যংছড়ি বন রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার জানান, স্থানীয়দের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন হাতিটি আটকে আছে এবং তার ডান পায়ের গোড়ালির অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটি খাদ্যের সন্ধানে মিয়ানমারের সীমান্তে গিয়ে পেতে রাখা স্থলমাইনে পা দেয়, ফলে বিস্ফোরণে এ আঘাত পায়। তিনি বলেন, “বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। চিকিৎসা ও উদ্ধার নিয়ে আলোচনা চলছে।”

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “সকালে খবর পাওয়ার পরই বন বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়। হাতিটির চিকিৎসা ও সুরক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দা আবদুস সালাম বলেন, “হাতিটি মিয়ানমারের নাকি বাংলাদেশের, তা নিশ্চিত করে বলা কঠিন। বাংলাদেশের অনেক হাতি খাবারের খোঁজে মিয়ানমারে যায় এবং সন্ধ্যার পর ফিরে আসে।”

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্ত সংলগ্ন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে সীমান্তের দুই পাড়েই নিরাপত্তা পরিস্থিতি নাজুক। কয়েক মাস ধরে সেখানে বিস্ফোরণ, গুলিবিনিময় ও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে, যা শুধু মানুষ নয়, বন্যপ্রাণীর জন্যও গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।