সিবিএন ডেস্ক :
লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্তবর্তী চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক দু’র্ঘটনা। ওমান ফেরত প্রবাসীকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে গিয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

ঘটনাস্থল থেকে একই পরিবারের নারী, শিশু ও প্রবাসীসহ ৭ জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান বলেন, রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি খাল থেকে তোলা হয়েছে। ঘটনাস্থলে আর কোনো লাশ নেই। ওমান প্রবাসী বেঁচে আছেন। নিহতদের পরিচয় শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে।

স্থানীয়রা জানান, ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে। সে সময় লোকজন কিছু বুঝে উঠতে পারেননি। পরে আলো ফুটলে ঘটনা দেখে আশেপাশের মানুষ এগিয়ে এসে লাশ উদ্ধারে সহায়তা করেন।

আনন্দের সাথে প্রিয়জনকে ঘরে ফিরিয়ে আনতে গিয়েই ঘটে গেল এই ট্রজেডি।

স্বপ্ন ছিল, প্রবাসীকে ঘিরে পরিবারে আনন্দের জোয়ার বইবে। কিন্তু বদলে এসেছে কফিনে মোড়ানো সাতটি লা’শ।