আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের ভেতরে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামের এক বাংলাদেশি উপজাতি নারী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৪ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) আওতাধীন নিকুছড়ি সীমান্তের ৪১-৪২ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায়, আনুমানিক ৪০০ মিটার মিয়ানমারের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, দুর্ঘটনাস্থল বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র নিয়ন্ত্রণাধীন অংজান ক্যাম্পের আওতাধীন এলাকা। ধারণা করা হচ্ছে, সশস্ত্র এই গোষ্ঠীর সদস্যরা পূর্বে পুঁতে রাখা ল্যান্ডমাইন থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা সুমং কারবারির মেয়ে। জানা গেছে, তিনি জীবিকার প্রয়োজনে সীমান্ত অতিক্রম করে বাঁশ কুড়াতে মিয়ানমারের ভেতরে প্রবেশ করেছিলেন। এ সময় তিনি ল্যান্ডমাইনে পা রাখলে বিস্ফোরণে গুরুতর আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহত লাকিকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী অনেক এলাকাবাসী জীবিকার তাগিদে প্রায়ই সীমান্ত পার হয়ে বনে যায়। এতে মাইন বিস্ফোরণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। গত দেড় বছরে এভাবে ২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
তাঁরা সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সীমান্ত অতিক্রম রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
