আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি ;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকা থেকে অপহৃত সাত বছর বয়সী শিশুটিকে অপহরণের তিন দিন পর বিশেষ অভিযানে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার পরপরই বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে অপহরণকারীদের আস্তানা চিহ্নিত করে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার মুহূর্তটি ছিল আবেগঘন। পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে মা ও সন্তানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
তিনি জানান, শিশুটির পরিবারের পাশে প্রশাসন রয়েছে। এ মামলায় যথাযথ আইনগত সহায়তা দেওয়া হবে এবং পলাতক অপহরণকারীদেরও দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
