আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :

পারিবারিক কলহের জেরে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন হয়েছিল ১৪ মাস বয়সী একটি দুধের শিশু। পাঁচ দিন ধরে সন্তানের জন্য কাঁদছিলেন মা রোকসানা আক্তার (১৮)। বুকের দুধ জমে যন্ত্রণা হচ্ছিল তাঁর। শেষ পর্যন্ত পুলিশের মানবিক ও দ্রুত পদক্ষেপে শিশুটি ফিরে আসে মায়ের কোলেই।

ঘটনার সূত্রপাত ২৮ জুলাই রাত ১২টার দিকে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রোকসানা আক্তার অভিযোগ করেন, পারিবারিক কলহের একপর্যায়ে তাঁর স্বামী মো. শামিম মিয়া (২০) তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং তাদের ১৪ মাসের শিশুসন্তানটিকে আটকে রাখেন। সন্তানকে ফিরে পেতে তিনি প্রতিবেশীদের সহায়তায় সালিশের চেষ্টা করেন, কিন্তু ফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন।

পরিস্থিতির অবনতি হলে রোকসানা বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন। তদন্ত কেন্দ্রের ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) মো. আসলম আহমদের নেতৃত্বে এএসআই (নিঃ) সুমন রুদ্র, এএসআই (নিঃ) রনজিৎ চৌধুরী, নারী কনস্টেবল জাহানারা আক্তারসহ একটি চৌকস টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেন।

শিশু ও মায়ের চোখে তখন আনন্দাশ্রু। এলাকাবাসী পুলিশের এই মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, “মা ও সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে পবিত্র ও স্পর্শকাতর বন্ধন। এ ধরনের পরিস্থিতিতে আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে পাশে দাঁড়াতে সদা প্রস্তুত।”

পুলিশের এই উদ্যোগে ফিরে এসেছে এক মায়ের শান্তি—একটি শিশুর নিরাপদ আশ্রয়, মায়ের বুকে।