আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে সফলতা পেয়েছে ১১ বিজিবি।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে পরিচালিত এক অভিযানে সীমান্ত চোরাচালানচক্রের কুখ্যাত নেতা ডাকাত শাহীনের অন্যতম সহযোগী নুরুল আবছার (৩৪) কে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার দায়িত্বে থাকা ১১ বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামে অভিযান চালায়। অভিযানে নুরুল আবছারকে একটি দেশীয় তৈরি বন্দুক, একটি ওয়ান শ্যুটার গান, একটি বিদেশি পিস্তল, একটি এয়ার রাইফেল, মোট ৮ রাউন্ড গুলিসহ এবং ৬টি খালি খোসাসহ আটক করা হয়।

আটক নুরুল আবছার ওই এলাকার ফরিদুল আলমের ছেলে এবং সে ২১ জুলাই সীমান্তের জামছড়ি বিওপি কর্তৃক জব্দকৃত ৯ হাজার পিস বার্মিজ ইয়াবার (মামলা নম্বর-১৩, তারিখ: ২১ জুলাই ২০২৫) মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন।

১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. কে. এম. কফিল উদ্দিন কায়েস গণমাধ্যমকে জানান, নুরুল আবছার দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালান, বিশেষ করে গরু ও মাদক পাচারে ডাকাত শাহীনের সহযোগী হিসেবে সক্রিয় ছিল। এমনকি তিনি শাহীনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করতেন।
তিনি আরও জানান, ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যা মামলার ঘটনার সঙ্গেও তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে।

বিজিবি সূত্র জানায়, আটক নুরুল আবছারকে অস্ত্র ও গোলাবারুদসহ রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

অধিনায়ক আরও বলেন, সীমান্ত ও পাহাড়ি এলাকায় চোরাচালান, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান ১১ বিজিবির পক্ষ থেকে অব্যাহত থাকবে।