আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় নাইক্ষ্যংছড়িতে কৃষক ও নারীদের মাঝে ফলদ ও বনজ চারা, গবাদিপশু এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি মাতৃদুগ্ধ ভাতাভোগী নারীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব উপকরণ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লাল জার বম। সঞ্চালনায় ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাসের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও আগামীর সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বলেন, “এই সহায়তা কোনো অনুদান নয়, এটি আপনাদের প্রাপ্য অধিকার। আমরা আপনাদের প্রাপ্যটুকুই তুলে দিচ্ছি। ভবিষ্যতে ঘরে ঘরে এই সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সদস্য মংএ চিং চাক, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, দক্ষিণ চট্টগ্রাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. রফিক বসরী, এসআই উজ্জ্বলসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের উপপরিচালক (হর্টিকালচার) লিটন দেবনাথ, সদর ইউনিয়নের আমীর মাস্টার আবদুল গফুর, বাইশারী ইউনিয়ন আমীর মো. ছলিম প্রমুখ।

এই কর্মসূচির আওতায় ৪১৫ জন উপকারভোগীর মাঝে ফলদ ও বনজ চারা, সার, গরু-বাছুর, ছাগল, শুকর, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ নাইক্ষ্যংছড়িতে আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে এবং উপকারভোগীদের জীবিকায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।