সিবিএন ডেস্ক ;
খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম নাড়াইছড়িতে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (সন্তু গ্রুপ)-এর মধ্যে গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সিন্ধু কারবারিপাড়া এলাকায় এ সংঘর্ষ ঘটে।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া গোলাগুলি ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফের সামরিক কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বাধীন ৪০-৪৫ জনের একটি দল এবং জেএসএসের সামরিক কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বাধীন ৩৫-৪০ জনের আরেকটি দলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে চারজন নিহত হন।
তবে ইউপিডিএফ গোলাগুলির সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। এক বিবৃতিতে দলটি জানায়, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন এবং তাদের কোনো সামরিক শাখা নেই। তারা ‘পিপলস লিবারেশন আর্মি’ নামে কোনো বাহিনীর অস্তিত্বও স্বীকার করে না।
বিবৃতিতে আরও বলা হয়, ভাইবোনছড়ায় ত্রিপুরা কিশোরীকে গণধর্ষণের ঘটনায় চলমান গণআন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাতে একটি কুচক্রী মহল এ ধরনের গুজব ও অপপ্রচারে লিপ্ত হয়েছে।
