আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা মডেল মসজিদের সেমিনার কক্ষে এই আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক কার্যালয়।
অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন সমাজসেবা ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমিন এস. মুর্শিদ। তিনি বলেন, “জুলাই পুনর্জাগরণ সমাজের প্রতিটি স্তরে গঠনমূলক পরিবর্তনের ডাক দেয়। তরুণ প্রজন্মকে মূল্যবোধ ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভ কুমার রাজবংশী এবং এসআই আলমগীর হোসেন।
আয়োজনে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাসহ প্রায় ৩৫-৪০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে ইউএনও মুহাম্মাদ মাজহারুল ইসলাম চৌধুরী উপস্থিত সবাইকে “জুলাই শপথ বাক্য” পাঠ করান এবং সামাজিক সচেতনতা ও উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “জুলাই শুধু একটি মাস নয়, এটি হোক নাগরিক দায়িত্ববোধ, সচেতনতা ও মূল্যবোধের প্রতীক। সমাজ পরিবর্তনের এই শপথ আমরা সবাই মিলে বাস্তবায়ন করব।”
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতা বৃদ্ধিমূলক লিফলেট বিতরণ করা হয় এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। আয়োজকদের মতে, এই আয়োজন নাইক্ষ্যংছড়িতে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে এবং অংশগ্রহণকারীদের মধ্যে আশাবাদী মনোভাব তৈরি করেছে।
