বান্দরবান প্রতিনিধি;
বান্দরবানের লামায় গলায় ফাঁস দিয়ে আনোয়ার হোসেন (৪৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে লামার মিরিঞ্জা ভ্যালির ‘ডেঞ্জার হিল রিসোর্ট’-এর ১২ নম্বর কটেজে।
পরে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে লামা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত আনোয়ার হোসেন ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং আবু তাহেরের ছেলে বলে জানা গেছে।
মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
