আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি:
দেশের শিক্ষা খাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরব অথচ প্রশংসনীয় অবদান দিন দিন আরও দৃশ্যমান হয়ে উঠছে। সীমান্ত রক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা প্রসারেও বাহিনীটি উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। এরই অংশ হিসেবে কক্সবাজারে অবস্থিত ‘বর্ডার গার্ড পাবলিক স্কুল’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে এক বীর শহীদের নামে—‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল, কক্সবাজার’।
গত ২৩ জুলাই ২০২৫, সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত এক মর্যাদাপূর্ণ ও আবেগঘন অনুষ্ঠানের মাধ্যমে নতুন নামফলক উন্মোচন করা হয়।
বীর শহীদ এলাহী মনজুর চৌধুরী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন। বিজিবি তাঁর স্মৃতিকে চিরস্মরণীয় রাখতে এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই নামকরণ করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার রিজিয়নের সম্মানিত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, এনডিসি, পিএসসি, পিএইচডি। বিশেষ অতিথি ছিলেন কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, পিবিজিএম, বিজিবিএমএস, সেক্টর কমান্ডার, রামু। সভাপতিত্ব করেন ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি।
নামকরণ অনুষ্ঠানটি ছিল অত্যন্ত বর্ণাঢ্য। উপস্থিত ছিলেন জেলার নির্বাহী প্রকৌশলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। শহীদের জীবনী পাঠ, তাঁর আত্মত্যাগ নিয়ে আলোচনা এবং এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়।
এই প্রতিষ্ঠান শুধু একটি নাম পরিবর্তনের মধ্য দিয়ে নতুন পরিচয় পেয়েছে তা নয়—এটি একটি গর্বিত ইতিহাস ও গুণগত মানসম্পন্ন শিক্ষার ধারাবাহিকতা বহন করে চলেছে। একাডেমিক সাফল্যের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সহপাঠ কার্যক্রমেও এ স্কুলের সুনাম রয়েছে।
স্কুলের শিক্ষার্থীদের ভাষ্যে, “শহীদের নামে স্কুলে পড়ার সুযোগ আমাদের জন্য গর্বের, একইসঙ্গে এটি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়।”
একজন অভিভাবক বলেন, “এই নামকরণ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, আত্মত্যাগ ও নৈতিকতা গঠনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বেই নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তায়ও এগিয়ে আসছে। এই স্কুলের নামকরণ শহীদের প্রতি শ্রদ্ধা ও আগামী প্রজন্মের প্রতি দায়িত্ববোধের প্রতীক।”
তিনি আরও জানান, “আমরা স্কুলটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে উন্নত সুযোগ-সুবিধা ও আধুনিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়ন করা হবে।”
একজন শহীদের নামে এই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন যাত্রা কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি একটি প্রজন্মকে ইতিহাসচেতনা, দেশপ্রেম ও মূল্যবোধে অনুপ্রাণিত করার দৃষ্টান্ত।
‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল, কক্সবাজার’—হোক ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার এক উজ্জ্বল পাঠশালা।
