আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করেছে।

রবিবার (২১ জুলাই ২০২৫) ঘুমধুম বিওপি’র আওতাধীন সীমান্ত এলাকায় অবস্থিত ঘুমধুম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ প্রায় ৩০০–৩৫০ জন অংশগ্রহণ করেন।

বক্তারা সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও মাইন বিস্ফোরণসহ নানা ঝুঁকির বিষয়ে আলোচনা করেন এবং বিজিবির নিরলস ভূমিকার প্রশংসা করেন। তারা মনে করেন, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এসব সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়।

এসময় অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন,
“বিজিবি ২৪ ঘণ্টা সীমান্তে সতর্ক পাহারায় রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। এ কাজে জনগণের সহযোগিতা অপরিহার্য। আপনারা সন্দেহজনক কিছু দেখলে বা জানতে পারলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন।”

সভা শেষে বিজিবির পক্ষ থেকে স্থানীয় দরিদ্র ও অসহায় নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয় এবং মাইন বিস্ফোরণে আহতদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় অপরাধ দমন, মাদক চোরাচালান প্রতিরোধ এবং মানবিক সহায়তার এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।