আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি :

মাদক চোরাচালান প্রতিরোধে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সফল অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী বিওপি এলাকার সীমান্তসংলগ্ন ‘চিকন পাতার বাগান’-এ বিশেষ অভিযান চালিয়ে বিজিবি ৫,৬০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগে থেকে মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক ঢোকার গোপন তথ্য পেয়ে গোয়েন্দা শাখার তথ্য বিশ্লেষণের ভিত্তিতে বিজিবি অভিযান চালায়। সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এক ব্যক্তিকে কাপড়ের ব্যাগ হাতে সীমান্ত অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে সে ব্যাগটি ফেলে দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ৫,৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো বার্মিজ উৎপাদনের এবং বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ঘটনায় কোনো পাচারকারী বা সহযোগীকে আটক করা সম্ভব না হলেও সীমান্তে চোরাচালানকারীদের তৎপরতার প্রমাণ মিলেছে।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। চোরাচালান, মাদক ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, কক্সবাজার, টেকনাফ ও বান্দরবান সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরেই বার্মিজ ইয়াবা চোরাচালানের চেষ্টা চলছে। সাম্প্রতিক সময়ে বিজিবির তৎপরতায় অনেক চালান জব্দ হলেও মাদক চক্রের দৌরাত্ম্য এখনও সম্পূর্ণ নির্মূল হয়নি।

স্থানীয় জনগণের সচেতনতা, তথ্য প্রদান এবং অপরাধবিরোধী মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বিজিবি জানিয়েছে, যে কোনো সন্দেহজনক গতিবিধি বা অপরাধসংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো সমাজকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে ৩৪ বিজিবি কক্সবাজার সীমান্ত এলাকায় একাধিক সফল অভিযান চালিয়ে বড় বড় ইয়াবা চালান জব্দ করেছে এবং বহু পাচারকারীকে আটক করেছে, যা সীমান্তের নিরাপত্তা ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।