আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মংজয় পাড়ার গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে ৯ ফুট দীর্ঘ ও ১৭ কেজি ওজনের একটি বিরল প্রজাতির অজগর সাপ।

রবিবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে রেজু বিট কর্মকর্তা ইসমাইল হোসেন স্থানীয়দের সহায়তায় অজগরটি নিরাপদে পাহাড়ি জঙ্গলে ছেড়ে দেন।

তিনি জানান, সকালে ঘুমধুমের বরইতলী বাজার এলাকার ব্যবসায়ী শফি আলমের একটি গোডাউনে কর্মরত শ্রমিকরা সাপটি দেখতে পায়। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে সতর্কভাবে সাপটি উদ্ধার করেন এবং প্রায় চার কিলোমিটার দূরে মংজয় পাড়ার অরণ্যে অবমুক্ত করেন।

গোডাউনের মালিক শফি আলম বলেন, “সকালে শ্রমিকরা গোডাউন পরিষ্কার করতে গিয়ে হঠাৎ অজগরটি দেখতে পায়। আমরা সঙ্গে সঙ্গে বিট কর্মকর্তাকে খবর দিই। তিনি খুব পেশাদারভাবে সাপটি উদ্ধার করে বনাঞ্চলে ছেড়ে দেন।”

বন বিভাগ জানায়, অজগরসহ এমন বন্যপ্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এসব প্রাণী হত্যা, শিকার বা আটক রাখা শাস্তিযোগ্য অপরাধ।