আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরের “লাল কাইন্দা” এলাকায় স্থলমাইন বিস্ফোরণে ইউনুছ (২৫) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে মিয়ানমার সীমান্তের ৩৩ ও ৩৪ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের প্রচণ্ড শব্দে পুরো সীমান্ত এলাকা কেঁপে ওঠে।
স্থানীয়দের ভাষ্যমতে, আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে ইউনুছ মারাত্মকভাবে আহত হন। সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান করায় তার চিৎকার শুনে দুইজন বাংলাদেশি যুবক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন এবং দ্রুত গাড়িযোগে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
আহত ইউনুছ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং এজাহার হোসেনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, কিছু চোরাকারবারি আরাকান আর্মির নির্ধারিত রুট এড়িয়ে বিকল্প পথে পণ্য পাচারকালে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, “মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”