সিবিএন ডেস্ক

কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪ দিনব্যাপী “কোর্স ফর রোভার মেট–২০২৫”।

বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) সকাল ১০টায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), কক্সবাজারে এই ১৬তম কোর্সটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ বছর কোর্সে জেলার ১১টি রোভার স্কাউট ইউনিট থেকে মোট ৪০ জন রোভার অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী ইউনিটগুলোর মধ্যে রয়েছে— কক্সবাজার সিটি কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, রামু সরকারি কলেজ, ঈদগাহ রশিদ আহমেদ কলেজ, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ, চকরিয়া সরকারি কলেজসহ বেশ কয়েকটি মুক্ত ও গার্লস ইন রোভার ইউনিট।

কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আবু তাহের (এলটি)। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রয়েছেন জেলা কমিশনার ও উডব্যাজার এহছানুল হক হেলালী, জেলা সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, সহযোজিত সদস্য ও উডব্যাজার ড. জাকির হোসাইন হাওলাদার, আরএসএল ও সিএলটি সম্পন্নকারী মোহাম্মদ এনাম, মোহাম্মদ নুরুল আমিন, তছলিমা বেগম এবং কোয়ার্টার মাস্টার ও প্রশিক্ষক জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী বক্তব্যে কোর্স লিডার আবু তাহের বলেন, “রোভার স্কাউটিং একজন তরুণকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার এক সুশৃঙ্খল যাত্রা। আত্মনিবেদন, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেম শেখানোই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।”

জেলা কমিশনার এহছানুল হক হেলালী বলেন, “ভবিষ্যতের বাংলাদেশ গড়তে রোভারদের মাঝে নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধ বিকাশ অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ তাতে সহায়ক হবে।”

জেলা সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, “একজন রোভার মেট হতে হলে নিয়ম জানা ছাড়াও থাকতে হয় দায়িত্ব পালনের মানসিকতা ও ত্যাগের চেতনা।”

ড. জাকির হোসাইন হাওলাদার স্কাউটিংকে ‘জীবনদর্শন’ উল্লেখ করে বলেন, “এই প্রশিক্ষণ আত্মবিশ্বাস, নৈতিকতা ও নেতৃত্বের ভিত্তি গড়ে তোলে।”

প্রশিক্ষক ও কোয়ার্টার মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, “রোভার মেট কোর্স আত্ম-উন্নয়নের এক অসাধারণ মাধ্যম। অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিজ নিজ ইউনিটে গুণগত পরিবর্তন আনতে পারবে।”

চার দিনব্যাপী এ প্রশিক্ষণ আগামী ২৯ জুন সমাপ্ত হবে। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন কর্মশালা, নেতৃত্ব কার্যক্রম ও স্কাউট মূল্যবোধভিত্তিক চর্চায় যুক্ত থাকবেন।