কক্সবাজার সংবাদদাতা :

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া এলাকায় আওয়ামী লীগের নাম ব্যবহার করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে দুই যুবককে গ্রেফতার করেছে কক্সবাজার মডেল থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কেক কেটে ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী’ উদযাপনের সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—নজরুল উল্লাহ (২২), পিতা কবির আহমদ, মাতা রেনুয়ারা বেগম এবং মোবারক হোছাইন (৩৫), পিতা বাদশা মিয়া, মাতা মৃত জমির আহমদ। তারা দুজনই খুরুশকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তেতৈয়া ফজু সিকদারপাড়া ও গোইল্যা বাপের পাড়া এলাকার বাসিন্দা।

জেলা পুলিশের মিডিয়া সেলের ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “বর্তমানে স্থানীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। এমন পরিস্থিতিতে সংগঠনের নাম ব্যবহার করে অবৈধভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”