জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিয়েছে।
রোববার (২২ জুন) বিকেলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে আনুষ্ঠানিকভাবে এ আবেদন জমা দেয়।
এসময় দলটি প্রতীক হিসেবে শাপলা চায়। বিকল্প প্রতীক হিসেবে চাওয়া হয়েছে কলম ও মোবাইল ফোন।
আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের আখতার হোসেন বলেন, “আরপিও অনুযায়ী নিবন্ধনের সব শর্ত পূরণ করে আমরা আবেদন করেছি। ইসি আবেদন গ্রহণ করেছে।”
এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, “আমরা দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়েছি। বিকল্প হিসেবে চেয়েছি কলম ও মোবাইল।”
এনসিপির তথ্য অনুযায়ী, দলটির ১৩০টি উপজেলা ও ৩০টি জেলা কমিটি রয়েছে। নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে গত ১০ মার্চ।