আব্দুস সালাম,টেকনাফ :

টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকা থেকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামি আব্দুর রশিদ টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম জালিয়াপাড়ার মৃত মো. ইলিয়াসের পুত্র।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে র‍্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় দায়ের করা মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রশিদ বর্তমানে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া ট্রানজিট জেটিঘাট (বদিরঘাট) এলাকায় অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা উক্ত স্থান থেকে আব্দুর রশিদকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাকে যথাযথ আইনগত কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, গ্রেফতারকৃত আব্দুর রশিদকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে দলীয় শৃঙ্খলা বিরোধী নানা কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে আলোচনার ঝড় উঠে। তিনি টেকনাফ পৌর শ্রমিকদলের সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

এই প্রেক্ষাপটে, কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্যাডে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে দায়িত্ব পালন করেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন ভুট্টো। তারা সম্প্রতি টেকনাফে এসে সরেজমিন তদন্ত সম্পন্ন করেন।

তবে তদন্ত প্রতিবেদন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জমা দেওয়ার নির্দেশনা থাকলেও, রহস্যজনক কারণে এখন পর্যন্ত আব্দুর রশিদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।