সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ এক চিহ্নিত দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।
গ্রেফতার ব্যক্তি আবু বক্কর সিদ্দিক (৩৭), মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিয়াজী পাড়ার বাসিন্দা।
লে. কমান্ডার হারুন-অর-রশীদ জানান, বৃহস্পতিবার ভোরে পুলিশ তথ্য পায়—মিয়াজী পাড়ার একটি বসতঘরে কয়েকজন ব্যক্তি সশস্ত্র অবস্থায় অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে। এরপর যৌথ অভিযানে পুলিশ সন্দেহভাজন ঘরটি ঘিরে ফেলে। উপস্থিতি টের পেয়ে ২–৩ জন পালানোর চেষ্টা করে, তবে ধাওয়া দিয়ে আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা সম্ভব হয়। বাকিরা পালিয়ে যায়।
পরবর্তীতে তার বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় তিনটি দেশীয় তৈরি বন্দুক, সাত রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, চারটি রামদা এবং একটি ব্রাস নাকল।
কোস্টগার্ড জানায়, গ্রেফতার আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মহেশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।