ঈদুল আজহার সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দেশের বিভিন্ন মহাসড়ক ও পরিবহন কেন্দ্রে অভিযান চালিয়ে ১ হাজার ২৫৫টি যানবাহন থেকে মোট ৩৫ লাখ ২৬ হাজার ২৩৩ টাকা যাত্রীদের মাঝে ফেরত দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ২ সপ্তাহব্যাপী বিশেষ কার্যক্রম চালায়। ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড, রেল স্টেশন, লঞ্চঘাট ও জাতীয় মহাসড়কে চেকপোস্ট বসানো, টহল জোরদার এবং অতিরিক্ত গতি ও ভাড়া নিয়ন্ত্রণে নজরদারি ছিল এই অভিযানের অংশ।

এই অভিযানে অতিরিক্ত ভাড়ার অভিযোগে ১,২৫৫টি যানবাহন থেকে আদায়কৃত ৩৫ লাখ ২৬ হাজার টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়। এছাড়া, আইন লঙ্ঘনের অভিযোগে ১৫১ জনকে গ্রেফতার এবং র‍্যাকারের সহায়তায় ৯টি যানবাহন জব্দ করা হয়। একই সময়ে চাঁদাবাজি ও অবৈধ স্থাপনার সঙ্গে জড়িত ৭২ জনকে গ্রেপ্তার এবং ১৪ লাখ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এবার সড়ক দুর্ঘটনা ও হতাহতের হার পূর্ববর্তী বছরের তুলনায় অনেকটাই কম ছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের সময় ভুটান ও সিঙ্গাপুর দলের নিরাপত্তা নিশ্চিত করেছে সেনাবাহিনী। এছাড়া, ‘জুলাই অভ্যুত্থান’কালে আহতদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জনকে সেনা হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হয়েছে, এখনো ১৮ জন চিকিৎসাধীন।

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পসহ পার্বত্য এলাকায় নিরাপত্তা রক্ষার দায়িত্বও দক্ষতার সঙ্গে পালন করছে সেনাবাহিনী বলে জানান কর্নেল শফিকুল।