আগামী ৫ আগস্ট (৩৬ জুলাই) থেকে ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি পালিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

ফারুকী বলেন, “রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে জাতীয় দিবস হিসেবে অনুমোদন দেওয়া হবে। এরপর থেকে দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হবে।”

তিনি জানান, গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত। মূল আয়োজন হবে ১৪ জুলাই থেকে।

ফারুকী আরও জানান, “আন্দোলনের সময় দেশের যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, সেই চেতনা নিয়ে এবারও কর্মসূচি সাজানো হবে।”

এ সময় তিনি বলেন, “বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার বিষয়টি বিবেচনায় রয়েছে। শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ বিষয়ে কাজ করবেন।”